উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো পি,এম,থালী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ পি,এম,থালী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৮নং পি,এম,খালী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৭.২৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩১৪১৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৪০ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা /টমটম।
জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৭টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ৫টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব শহীদুল্লাহ বি,কম
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
মাইজ পাড়া নয়া পাড়া পাতলী
তোতক খালী চনখোলা ধাওন খালী
পরানিয়া পাড়া মুহসিনিয়া পাড়া গোলার পাড়া
মাছুয়া খালী জুমছড়ি ডিক পাড়া
কাঠালিয়া মুরা ঘাটকুলিয়া পাড়া তোতক খালী পুরা খাটা
জুমছড়ি হিন্দু পাড়া উত্তর পাতলী দক্ষিন নয়া পাড়া
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস